গতকাল ডেনমার্কের এক কোম্পানির ইন্টারন্যাশনাল হেড এর সাথে অনলাইনে মিটিং করলাম। বাংলাদেশে এখনো অনেকে অনলাইনে ফরমাল মীটিংএ স্বাচ্ছন্দ্যবোধ করে না, বিশেষত আমাদের ইংলিশ উচ্চারণ সমস্যার কারণে। তবে আমার মনে হয়, ইংলিশ উচ্চারণএর থেকে অনলাইন মীটিংএ জোর দেয়া উচিত, –
- একজনের কথা শেষ হবার পর অন্যজন কথা বলা, একান্তই যদি বলতে হয় তবে, কথার মাঝে বাধা দেবার জন্য দুঃখ প্রকাশ করা।
- ঘুরিয়ে পেচিয়ে না বলে, পয়েন্ট টু পয়েন্ট কথা বলা।
- একটা অনলাইন মীটিংএ, সবার মাথায় সব প্রশ্নের সঠিক উত্তর নাও থাকতে পারে, এজন্য লজ্জা পাবার কিছু নেই, দুঃখ প্রকাশ করে পরে জানানো হবে বলা।




Visit Today : 130
This Month : 3150
This Year : 80685
Total Visit : 204466