আপনারা অনেকেই হয়তো জানেন যে, দীর্ঘদিন কান্সারের সাথে যুদ্ধ করে গত মাসের ২৭ তারিখে আমাদের মজিলা কমিউনিটির প্রিয়মুখ গেরভাসে মর্খহম মারা গিয়েছেন।
গারভ মজিলা কমিউনিটির শুরুর দিকের একজন মেম্বার এবং মজিলার অনেক পজিশনে বিভিন্ন কাজে তার অবদান আছে। বাংলাদেশ মজিলা কমিউনিটির অনেকেই গারভ এর সাথে কাজ করেছেন। গারভের সাথে আমার প্রথম দেখা ২০১১ সালের অক্টোবরে, বনানীর বুমারস এ, সাথে ছিল রাহিদ ও এনজাম। রাহিদও আমাদের ছেড়ে চলে গিয়েছেন।
গারভ অনেক বিষয়ে বিভিন্ন সময়ে আমাকে এবং বাংলাদেশ কমিউনিটির সাহায্য করেছেন, এজন্য তাকে আন্তরিকভাবে স্মরন করছি। মিচেল বেকার গারভকে নিয়ে একটি ব্লগ পোস্ট লিখেছেন, সময় পেলে পড়ে দেখতে পারেন।




Visit Today : 130
This Month : 3150
This Year : 80685
Total Visit : 204466