Skip to main content

শখের বশে ফটোগ্রাফি

শখের বশে স্ট্রিট ফটোগ্রাফি শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, ধীরেধীরে আমার তোলা ছবি বিভিন্ন দৈনিক সংবাদপত্র, ম্যাগাজিন, ওয়েবসাইটে ছাপা হয়েছে। তার মধ্যে অন্যতম – দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিন (মার্কিন যুক্তরাষ্ট্র), ওয়ার্ল্ড এটলাস (কানাডা), সুইস সাস্টেইনএবল ফাইনান্স (সুইজারল্যান্ড), দ্যা চাইল্ড প্রটেকশন হাব (হাঙ্গেরি), ডিয়েতকোলিক (তুরস্ক), এলিগাশত (ইরান), আনন্দবাজার পত্রিকা (ভারত), দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কণ্ঠ, দ্য ডেইলি অবজার্ভার, দৈনিক আমাদের সময়, দৈনিক বণিক বার্তা, দেশ টিভি, চ্যানেল আই অনলাইন, এটিএন টাইমস, জাগো নিউজ ইত্যাদি।

ধন্যবাদ সবাইকে, যারা অনুপ্রেরণা দিয়েছেন।

বিকেলে ফুটুগ্রাফি

গতকাল বিকেলে ফুটুগ্রাফি করতে বের হয়েছিলাম, বাড্ডা রামপুরা রোডের আইল্যান্ডে দাড়িয়ে ডিএসএলআর এর বোতাম চাপছিলাম আনমনে, আচমকা একটা রানিং বাস আমার পাশে এসে ব্রেক কষল……… এরপর বাসের ড্রাইভার জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, সালাম ভাইজান, একটু ভাল কইরা ভাঙ্গা রাস্তার ছবি তুইলেন, রাস্তার অবস্থা খুব খারাপ, গাড়ি ছালাইতে বহুত কষ্ট। …………..