শখের বশে স্ট্রিট ফটোগ্রাফি শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, ধীরেধীরে আমার তোলা ছবি বিভিন্ন দৈনিক সংবাদপত্র, ম্যাগাজিন, ওয়েবসাইটে ছাপা হয়েছে। তার মধ্যে অন্যতম – দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিন (মার্কিন যুক্তরাষ্ট্র), ওয়ার্ল্ড এটলাস (কানাডা), সুইস সাস্টেইনএবল ফাইনান্স (সুইজারল্যান্ড), দ্যা চাইল্ড প্রটেকশন হাব (হাঙ্গেরি), ডিয়েতকোলিক (তুরস্ক), এলিগাশত (ইরান), আনন্দবাজার পত্রিকা (ভারত), দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কণ্ঠ, দ্য ডেইলি অবজার্ভার, দৈনিক আমাদের সময়, দৈনিক বণিক বার্তা, দেশ টিভি, চ্যানেল আই অনলাইন, এটিএন টাইমস, জাগো নিউজ ইত্যাদি।
ধন্যবাদ সবাইকে, যারা অনুপ্রেরণা দিয়েছেন।





Visit Today : 50
This Month : 3354
This Year : 80889
Total Visit : 204670