আজকের মজার অভিজ্ঞতা। আজ এক পুরনো ক্লাইন্ট তাদের নতুন অফিসে দেখা করতে বলেন। আমি ঠিকানা খুজে, বিল্ডিংয়ের নিচে দারোয়ানকে বললাম, চারতলায় অমুক অফিসে যাবো। দারোয়ান আমাকে লিফট দেখিয়ে বলল, জুতা খুলে লিফটে উঠেন। আমি প্রথমে ভাবলাম ভুল শুনেছি, আবার জিজ্ঞেস করতেই জানতে পারলাম, পুরো বিল্ডিংয়ের কোন অফিস / বাসা/ ফ্ল্যাটে যেতে হলে জুতা বিল্ডিংয়ের নিচেই খুলতে হবে। জীবনে এই প্রথম বিল্ডিংয়ের নিচ থেকে খালি পায়ে লিফটে উঠে চারতলায় ক্লাইন্টের অফিসে দেখা করলাম। সিঁড়ি / লিফট সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। আসলেই পরিচ্ছন্নতার শুরু নিজ থেকেই।





Visit Today : 137
This Month : 3295
This Year : 80830
Total Visit : 204611