মিথুনের সাথে আমার প্রথম পরিচয় ২০০৫ সালের দিকে, বিশ্বসাহিত্য কেন্দ্রে, আমরা একই আর্ট কোর্সের সহপাঠী ছিলাম। এইত কদিন আগেও আমার গুলশানের অফিসে আড্ডা দিলাম, আমার জন্য নিয়ে এসেছিল ওর আরমানিটোলার উপর ফটোগ্রাফি এক্সিবিশনের ক্যাটালগ। সেই সময় শুনেছিলাম তাদের রাসায়নিক সার ও বিষমুক্ত কৃষি উদ্যোগের কথা। আজ প্রথম আলোতে তাদের উদ্যোগের বিষয়ে একখানা লেখা দেখে ভীষণ ভাল লাগল। ছোটভাই মিথুনের ও সহউদ্যোক্তাদের এ উদ্যোগের শুভকামনা করি। সেইসাথে সবাইকে আমন্ত্রন, গ্রীনারি এগ্রোতে